আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৮

র‌্যাব-৫ কর্তৃক অভিযানে কিশোর গ্যাং লিডার সহ ০৪ সদস্য গ্রেফতার।

 

চাঁপাইনবাগঞ্জে কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং লিডার সহ ০৪ সদস্যকে গ্রেফতার র‌্যাব-৫।

১৯ নভেম্বর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ১২:১০ মিনিটে চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামস্থ ২নং নয়ালাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক মোঃ মুকুল (৫০) এর পরিত্যাক্ত পাকাঁ টিনশেড (ছাপড়া) বিল্ডিং ঘরের ভিতর হতে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

র‍্যাব জানায়,বর্তমান সময়ে উর্ত্তী বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

এ সমস্ত চুরি, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র‌্যাব ক্যাম্পে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে।

এরই প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ অভিযোগ আমলে নিয়ে কিশোর গ্যাং এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের সত্যতা পেলে র‌্যাবের চৌকষ গোয়েন্দা দলের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫ ও রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল উক্তস্থানে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সদস্য ১। মোঃ সুমন আলী (২৩), পিতা-মোঃ সাবজান আলী, মাতা-মোছাঃ চামেলী বেগম, ২। মোঃ শামিম (২২), পিতা-মোঃ আব্দুর রহমান, মাতা-মোছাঃ সুমিয়ারা বেগম, ৩। মোঃ হানিফ (২০), পিতা-মোঃ আলম, মাতা-মোছাঃ শেফালী বেগম, ৪। মোঃ রহমত আলী (১৯), পিতা-মোঃ মিয়ার উদ্দিন, মাতা-মোছাঃ ছামিরন বেগম কে গ্রেফতার করে। এরা সকলেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতারের সময় আসামিদের কাছে থেকে ২ টি চাকু, ১টি গ্যাস লাইটার,১টি কলকি,৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা ছিনতাই এর উদ্দেশ্যে চাকু, কাটার সহ একত্রিত হয়ে উক্ত স্থানে অবস্থান করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

বর্তমান সময়ে উর্ত্তী বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

এ সমস্ত চুরি, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র‌্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে।

এরই প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ অভিযোগ আমলে নিয়ে কিশোর গ্যাং এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের সত্যতা পেলে র‌্যাবের চৌকষ গোয়েন্দা দলের তৎপরতায় বর্ণিত এলাকা হতে কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা ছিনতাই এর উদ্দেশ্যে চাকু, কাটার সহ একত্রিত হয়ে উক্ত স্থানে অবস্থান করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরো সংবাদ