আজ - রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৩

র‍্যাব-৬ এর অভিযানে ঝিকরগাছা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার।

যশোর র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় যশোর বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে একটি প্রাইভেট বহনকারী ফেনসিডিলসহ আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল,ফেনসিডিল বিক্রির নগদ ৪৭ হাজার ছয়শত টাকা, উদ্ধার করেছে। এ ঘটনায় শুক্রবার গভীর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আবুল হোসেন যশোর শহরতলী নীলগঞ্জ (তাঁতীপাড়া) এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি লুৎফর রহমানসহ র‍্যাবের একটি টিম শুক্রবার ১০ জানুয়ারী সন্ধ্যায় নিয়মিত টহল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, একটি প্রাইভেট কার যোগে বেনাপোল থেকে ভারতীয় ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। বিষয়টি জানারপর র‍্যাবের চৌকসদল যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে ফাতেমা ফার্মেসীর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসালে রাত পৌনে ৮ টার সময় একটি সোনালী ( বেনসন )রংয়ের প্রাইভেট কার যার রেজিষ্ট্রেশন নং (ঢাকা মেট্টো-গ-৩৭-৯১৩৪) সিগন্যাল দেওয়া মাত্রই উক্ত স্থানে প্রাইভেট কার বন্ধ করে কৌশলে একজন ব্যক্তি পালানোর সময় র‍্যাবের টিমের হাতে আবুল হোসেন আটক হন। পরে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল,মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ উল্লেখিত টাকা জব্দ করেন। রাতে মামলা হওয়ার পর শনিবার ১১ জানুয়ারী দুপুরে আবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত