আজ - বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:৫৬

লাইভে পণ্য বিক্রির সুবিধা বন্ধ করে দিচ্ছে ফেসবুক

আগামী ১ অক্টোবর থেকে লাইভ শপিং ফিচার বন্ধ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। দুই বছর আগে প্রথম এই ফিচারটি চালু করা হয়।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, রিল তথা সংক্ষিপ্ত আকারের ভিডিও কন্টেন্টের প্রতি আরও বেশি মনোযোগ দিতেই এমন উদ্যোগ নিয়েছে তারা। এছাড়া প্রডাক্ট প্লেলিস্ট বা পণ্য ট্যাগ করার অপশনও থাকছে না।

এক ব্লগ পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে কোম্পানিটি লেখে, যেহেতু ভোক্তারা ছোট আকারের ভিডিও’র দিকে ঝুঁকছে, তাই আমরাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিল ভিডিও কন্টেন্টের প্রতি মনোযোগী হচ্ছি। আপনি যদি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে এবং তাদেরকে সংযুক্ত করতে চান, তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিল ও রিল অ্যাডগুলোর সাথে নিজেকে মানাতে শুরু করুন।

রিলের মাধ্যমে পণ্য বিক্রি এবং ট্যাগ করা যাবে। তবে ইন্সটাগ্রামে ইভেন্টভিত্তিক লাইভ শপিং সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ