আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:১১

শার্শায় দুটি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার।আটক-২

 

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

তবে, এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার অগ্রভুলাট দক্ষিনপাড়া এলাকা থেকে এ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন গোপন খবরে, অগ্রভুলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা দক্ষিনপাড়া পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয় এবং কিছুক্ষন পরে একজন ব্যক্তিকে একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১১-৮৮০৭) যোগে আসতে দেখে। উক্ত ব্যক্তিকে বিজিবি সদস্যরা থামতে বললে সে মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশির জন্য কোমরে হাত দিলে তৎক্ষনাত সে তার লুঙ্গি খুলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ইউএসএসের তৈরি দুটি নাইম এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল এর সিজার মূল্য সাড়ে তিন লাখ টাকা।

অস্ত্রের চালান আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) বলেন অস্ত্রের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত