আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৩

শার্শায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ‍্যা সাড়ে ৭টার দিকে  লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা সূত্রে জানা যায়,  সন্ধ্যার দিকে সীমান্তের ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান। পরে স্থানীয় চেয়ারম্যান পুলিশে ও বিজিবিকে খবর দেন।পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 
শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন, “স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে”
গোগা বিজিবি ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান, সীমান্তের ৪৪ নাম্বার পিলার এর মাঝ বরাবর লাশ টি নদীর মাঝ খানে ভাসতে দেখা যাই পরে  বিজিবি ও  পুলিশ লাশটি উদ্ধার কাজ শুরু করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত