আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১১

শার্শায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত

নয়ন  সরদার : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী কর্মসূচির অংশ হিসাবে এই “মাঠ দিবস” কর্মসূচীর আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে
উপজেলার সম্বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা শাখার উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল সহ স্থানীয় কৃষান কৃষাণী ও অন্যান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ