আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:২৯

শার্শায় মেম্বার ফেনসিডিলসহ আটক

সীমান্তবর্তী বেনাপোল জুড়ে মাদক ব্যবসা ও বহনের সাথে সরাসরি জড়িয়ে আছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যার আবারও প্রমাণ করলেন বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মোমিন রহমান। মঙ্গলবার (৪ই মে) তাকে ৩৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে বিজিবি। এর আগেও গত ১৮ জুলাই তিনি ১০০ বোতল ফেনসিডিলসহ যশোর র‌্যাবের হাতে আটক হন।

মোমিন মেম্বার বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু বলেন, বিজিবির টহল দল ট্যাংকির মোড় থেকে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেলসহ মোমিনুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ