আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৭

শার্শায় মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শার্শা প্রতিনিধি : শার্শায় মোহনা টিভির ১যুগ পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মোহনা টিভির পাঠক ফোরামের আয়োজনে উপজেলার শাড়াতলা মাধ্যমিক বিদ্যালযের হলরুমে কেক কাটা হয় । এবং র‌্যালি,আলোচনা সভা,দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি শিশির সরকারের সভাপতিত্বে সঞ্চালনায় করেন সুশান্ত কুমার রায় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন, শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, ডিহি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আইয়ুব খানসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ