আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৪১

শাহীন চাকলাদারের পক্ষে কোদালিয়ায় শহীদের খাদ্য সহায়তা।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহীদ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

আজ রবিবার বিকাল ৫ টায় কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি। প্রতিটি পরিবারে ৫ কেজি করে চাল, ৫০০ গ্রাম ডাল ও ১ কেজি আলু বিতরণ করেছেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুজ্জামান আশা, শওকত হোসেন, আকরাম হোসেন, নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নব কুমার বিশ্বাস (ল), সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহারুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষ থেকে ও সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদুল ইসলাম শহীদ কে ধন্যবাদ জানান। এ সময় শাহারুল ইসলাম সামাজিক কুৎসা রটনা থেকে বিরত থেকে সকলকে সাধ্যমত প্রতিবেশির উপর সদয় হওয়ার ও খোঁজ খবর রাখার পরামর্শ দেন। এবং করোনা আক্রান্ত হলে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে তার ভয়বহতা সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গকে সতর্ক করেন৷ যার যার ধর্ম মেনে আরশের মালিকের দরবারে প্রার্থনার আহ্বান জানান। এছাড়াও সম্ভাব্য পঙ্গপাল সম্পর্কে বিস্তর আলোনা করেন৷ তিনি শাহীন চাকলাদার ও শহীদুল ইসলাম শহীদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

আরো সংবাদ