আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৪৫

শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে মহিলা আ.লীগের স্মরণকালের শ্রেষ্ঠ মিছিল।

স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণকালের শ্রেষ্ঠ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড থেকে মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে মহিলারা মিছিল সহকারে শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে উপজেলার পাবলিক ময়দানে জড়ো হতে থাকে।

পাবলিক ময়দানে স্মরণকালের বৃহৎ মহিলা সমাবেশে রূপ নেয়। শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। বিশাল প্রচার মিছিলটি পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ কালে সড়কের দু-ধারে অগণিত মানুষও শাহীন চাকলাদের মনোনয়নের দাবীতে শ্লোগান ও করতালি দিয়ে স্বাগত জানায়। পরে পাবলিক ময়দানে মিছিলটি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজ খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য রেহেনা ফিরোজ, ইউপি সদস্য সন্ধ্যা রানী, সাবেক ইউপি সদস্য শরিফা খাতুন মধু, মহিলা আওয়ামী লীগনেত্রী সালমা বেগম, রাশিদা বেগম, খাদিজা বেগম, ফতেমা খাতুন, মমতাজ বেগম, হিরা বেগম, ফরিদা বেগম, অনিমা সরকার, মঞ্জুয়ারা বেগম, ফতেমা বেগম, রেহেনা খাতুন, জেসমিন খাতুন, আসিয়া বেগম, শেফালি বেগম, হোসনে আরা, মুক্তি বেগম, রিতা দাস প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে সমর্থন প্রদান করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত