আজ - শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৯:১৪

শিক্ষক কে মারপিট,বিচারের দাবিতে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ।

মণিরামপুরে শিক্ষক দেলোয়ার হোসেনকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বাড়িতে সোমবার সকালে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেলোয়ারকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক দিদার আলম আত্মগোপনে রয়েছে।

মারপিটের বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যে কারণে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সুন্দলপুর বাজারে মানববন্ধন শেষে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে দোষীদের বিচারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত