আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৩৪

শেখ নাসের তন্ময় ভারত – বাগেরহাট যাত্রাপথে আয়োজিত পথসভা অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন এমপির ছেলে তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ভারত থেকে বাগেরহাট যাত্রাপথে যশোর সদর উপজেলার বেলাপোল-যশোর-খুলনা সড়কস্থ চাঁচড়া, রামনগর,নরেন্দ্রপুর এবং বসুন্দিয়াতে পথসভা অনুষ্ঠিত। 
সংগত কারণে শেখ সারহান নাসের তন্ময়ের দেশে আসার সিডিউল পরিবর্তন হওয়ায় নির্ধারিত সভাস্থলে উপস্থিত হয়ে গন সংযোগ করেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি বাবু মোহিত কুমার নাথ এবং সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। 
বসুন্দিয়া মোড়ে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি বাবু মোহিত কুমার নাথ এবং সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তৌফিক আহমেদ। এছাড়াও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল,ইউপি সদস্য ইমরান হোসেন ও যুবলীগ নেতা সিরাজুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 


নরেন্দ্র পুরে পথসভায় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন,আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক যুবলীগ নেতা আব্দুল আলীম, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম হোসেন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সুজিত বিশ্বাস, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক শাকিল হোসেন, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পিন্টু হোসেন সাধারণ সম্পাদক লিটন হোসেন,০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধন কুমার দাস সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মুন্সি রবিউল ইসলাম, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গনি মোল্লা সাধারণ সম্পাদক আবু সালাম আসাদ পারভেজ, ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্রভাষক বাবর আলী, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজিম বিশ্বাস, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলম, ছাত্রলীগ নেতা ডি এম আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন, সহ-সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, মোঃ মর্তুজা, প্রচার সম্পাদক মোঃমহিউদ্দিন সানি প্রমুখ।


চাঁচড়া ইউনিয়নের পুলের হাট মোড়ে গন সংযোগ করেন মোহিত নাথ ও শাহারুল ইসলাম সহ সফর সঙ্গী আওয়ামীলীগ যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ফিরোজ কবির পিকুল, ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, চাঁচড়া ইউপি সদস্য ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সেলিম আহম্মেদ শান্তি, যুগ্ম -সাধারণ সম্পাদক এস কে রাব্বুন আপ্পি, আলম সরদার সহ প্রমুখ।


এসময় বক্তব্যে বক্তারা দেশের উন্নয়ন, অগ্রগতি এবং আওয়ামীলীগ সরকারের সাহসী উদ্যোগে এগিয়ে চলা বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান, পাশাপাশি ইউনিয়ন আওয়ামীলীগ কে সু-সংগঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে সহযোগিতার আহবান জানান।

আরো সংবাদ