আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪১

শ্যামপুর চিনিকলে অর্ধদিবস হরতাল পালন, প্রতিষ্ঠান বন্ধ রাখলেন ব্যবসায়ীরা

বন্ধ চিনিকল চালুসহ ৫ দফা দাবিতে রংপুরে শ্যামপুর চিনিকল এলাকায় অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সমিতির ডাকা হরতালে সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

বুধবার, ২৩ ডিসেম্বর ভোর ছয়টা থেকে এই হরতাল কর্মসূচি শুরু হয়।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকাল থেকে স্থানীয় আখচাষী ও চিনিকল শ্রমিকেরা শ্যামপুর চিনিকলের সম্মুখ ফটকে অবস্থান নেন। আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ ৬ চিনিকল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তারা। এর আগে সকাল থেকে চিনিকল ক্যাম্পাস এলাকায় খন্ড খন্ড মিছিল বের করেন শ্রমিক ও চাষীরা।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে চিনিকল এলাকায়। পুলিশি বাধার মুখে আন্দোলনরত শ্রমিক ও চাষীরা চিনিকল ক্যাম্পাস এলাকার বাহিরের সড়কে যেতে পারছেন না। তবে হরতালে সমর্থন জানিয়ে চিনিকলের আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক বুলু আমীন বলেন, পনেরটি চিনি কলের মধ্যে নয়টি চালু করলেও এখনও ছয়টি বন্ধ রয়েছে। তারমধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। না হলে ২৪ ডিসেম্বর থেকে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত