আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৭

শ্রমিকরাই ইউনিয়নের মালিক আমি চাকরি প্রার্থী – আজিজুর আলম মিন্টু

নিজেস্ব প্রতিবেদক : “যেমন ছিলাম, তেমন আছি আগামী দিনেও থাকব শ্রমিক ভাইদের ভালোবাসায় সিক্ত হয়ে বাঁচব” এই স্লোগানকে সাথে রেখে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং -২২৭) এর আসন্ন নির্বাচনে সভাপতি পদে দোআত কলম মার্কার পক্ষে পথসভা করেন শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আজিজুল আলম মিন্টু।

২১ সেপ্টেম্বর (শনিবার) সদর উপজেলাধীন মুড়লীর মোড়ে আব্দুর রউফ ড্রাইভারের সভাপত্বিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় এ পথসভায় বক্তব্য রাখেন আজিজুল আলম মিন্টু। এ সময় তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের মালিক প্রতিটি শ্রমিক।সভাপত্বি একটা চাকরি।আপনারা সবাই চাইলে আমি চাকরিটা পাবো। আপনারা যদি আমাকে চাকরি দেন তাহলে আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।” এসময় তিনি আরও বলেন অশ্রমিক শ্রমিকদের ভেতরে যাতে প্রবেশ না করতে পারে সে ব্যবস্থা তিনি করবেন পাশাপাশি তিনি মনে করেন শ্রমিক নেতাদের নয় শ্রমিকদের সেবা করাই প্রকৃত সভাপতির দায়িত্ব।

এ পথসভায় আরও বক্তব্য রাখেন রাজারহাট মোড় শান্তি শীঙ্খলা কমিটির সভাপতি ও তরুনলীগের যশোর জেলা কমিটির যুগ্ন সম্পাদক মাহমুদ হাসান লাইফ, মো: নাসির উদ্দীন ড্রাইভার, সতীঘাটা মটর শ্রমিক কল্যান সমিতির সহ-সভাপতি মো: ওয়াজেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোতা সহ প্রমুখ।          

আরো সংবাদ