আজ - মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:০৪

সত্তরের দশকে অ্যাথলেটিক্স ট্র্যাক কাঁপিয়েছে হাবিবুর রহমান!

স্পোর্টস ডেস্ক: ৭০ বছর বয়সে আবারও ট্র্যাক কাঁপালেন হাবিবুর রহমান। বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স দলের অন্যতম সদস্য হাবিব ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর স্টেডিয়ামের ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন।

সময় নিয়েছেন ১৫ সেকেন্ড। ১৯৬০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং লংজাম্পে অংশ নিয়েছিলেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাবিবুর রহমান।

ক্যারিয়ারে ১০০ মিটার স্প্রিন্টে তার সেরা টাইমিং ছিল ১০.৭ সেকেন্ড।

পশ্চিমবঙ্গ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিন ছেলের জনক হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, ‘আমার শোকেসে ২০টি স্বর্ণপদক সাজানো রয়েছে। ৪৬ বছর পর ৭০ বছর বয়সে আরও একটি সোনা জিতলাম। এতেই প্রমাণ হয় আমি এখনও ফিট।’ এদিকে তিনটি করে স্বর্ণপদক জিতেছেন ফিরোজ খান, আফতাবুজ্জামান ও ইকবাল হোসেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত