সদর উপজেলার উপনির্বাচন বিএনপির প্রার্থী হতে চান চারজন যশাের সদর উপজেলার উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে বিএনপি থেকে আরও তিনজন আবেদন করেছেন।
শনিবার জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের কাছে তারা এ আবেদনপত্র জমা দেন। এ নিয়ে উপনির্বাচনে বিএনপির চারজন অংশ নিতে আগ্রহ প্রকাশ করলেন।
শনিবার দুপুর ১টায় সদর উপজেলা বিএনপির সভাপতি মােহাম্মদ নুরুন্নবীর পক্ষে সাবেক প্রচার সম্পাদক আনিসুর রহমান মুকুল আবেদনপত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান কবীর, জেলা বিএনপি নেতা রুহুল আমিন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজুর রহমান প্রমুখ।
এদিন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর নুর ইমাম এবং অ্যাডভােকেট মৌলুদা খাতুনও আবেদন করেন।
বিএনপির প্রার্থী হতে আগে গত শুক্রবার বিএনপি নেতা অ্যাডভােকেট আবু মুরাদ চেয়ারম্যান প্রার্থী হতে আবেদন জমা দিয়েছিলেন। এ নিয়ে সদর উপজেলায় উপনির্বাচনে আওয়ামী লীগের ২১ ও বিএনপির চারজন আগ্রহ প্রকাশ করলেন । উল্লেখ্য, শনিবার প্রকাশিত সংবাদে অ্যাডভােকেট আবু মুরাদকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে অ্যাডভােকেট আবু মুরাদ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।