আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৬

সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ীর জায়গা কেশবপুরে হবে না : এমপি শাহীন চাকলাদার

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে সোমবার বিকাল ৫ টায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ী তথা অপরাধীদের কোনো জায়গা কেশবপুরে হবে না। কঠোর হস্তে তাদের দমন করা হবে। কেশবপুর হবে স্বস্তি আর শান্তির উপজেলা। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মধ্যে কোনো বিভেদ থাকবে না। সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে দলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ত করা হবে। দল যত শক্তিশালী হবে রাষ্ট্রও তত শক্তিশালী হবে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র রফিকুল ইসলাম, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সাবেক কোষাধ্যক্ষ মইনূল আলম টুলু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ হাসান সাদেক ও সোহরাব হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্মসম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মমতাজ বেগম প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত