আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:০০

সন্ত্রাস, জঙ্গী ও মাদকমুক্ত সমাজ হোক নতুন বছরের অঙ্গীকার : এস এম কামাল

সাগর আহমেদ : আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, কুপমন্ডুকতা, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ হোক নতুন বছরের অঙ্গীকার।

আজ নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন দেশরত্ন শেখ হাসিনার কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই এই বছর হবে দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা মুক্তির বছর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রাষ্টি বোর্ডের সদস্য, রেজিস্ট্রার, ডীন, শিক্ষক সহ ছাত্র ছাত্রী। বর্ষবরণে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।

আরো সংবাদ