আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫২

সন্ত্রাসীদের হাতে প্রান গেলো যুবদল নেতার।

নারাণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে ফতুল্লার লালপুর রেললাইন এলাকায় নিজের ইট-বালু ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়। মামুন ওই এলাকার মৃত সমন আলী ব্যাপারীর।

মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত ২টায় ইট-বালু ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন। ভোর পৌনে ৫টায় তাঁকে বাসা থেকে মোবাইল ফোনে দুই যুবক ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে ছিলেন মামুন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->