আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:১৫

সরকারি আশ্রয়নের কোটি টাকার মালামাল লুটপাট

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলা জেলার মালিহাদ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কুমার নদীয়া পাড়ে কয়েক কোটি টাকা ব্যয় করে ৬০ টি পরিবারের জন্য আধুনিক,মনোরম বসত বাড়ী নির্মাণ করা হয়েছিল।
বাংলাদেশ সেনা সদস্যদপর সেই বাড়ী নির্মাণ করে গরীব,বিপন্ন,অসহায়,নিম্ন আয়ের মানুষ গুলোকে বুঝিয়ে দেয়।
কিন্তু অতি পরিতাপের বিষয় হল এই বাড়ী গুলোর লোহার রড,দরজা,জানালা,টিন কে,বা কারা লুট করে নিয়ে গেছ।
৬০ টি পরিবারের মধ্যে বর্তমানে একটি পরিবার এখানে বসবাস করেন।
এলাকার অর্থ লোভি, দূর্বৃত্তরা ঘৃন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য গৃহহীন মানুষের বসবাসের শেষ আশ্রায় গোপিনাথপুর গ্রামের আশ্রায়নে গৃহহীনদের ঘরের লোহা,টিন,জানালা,দরজা লুট করেছে।
আশ্রায়নের গৃহহীন মানুষের ঘরের লোহা,টিন লুটপর বিষয়টি দেখার জন্য কুষ্টিয়া জেলা প্রশাসক,মিরপুর উপজেলা প্রশাসক মহাদয়ের সুদৃষ্টি কামনা করছি।

আরো সংবাদ