আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৫

সাংবাদিকতা ও পুলিশের চাকরি-দু’টিই ঝুকিপূর্ণ পেশা : ডিএমপি কমিশনার

ঢাকা: সাংবাদিকতা ও পুলিশের চাকরি-দু’টি পেশাই ঝুকিপূর্ণ। ঝুকি নিয়েই এই সকল পেশার মানুষ কাজ করেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান

জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করেন। সাহসের সাথে অন্যায়, অনিয়ম তুলে ধরেন। ক্র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির সহ ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহাগ বক্তৃতা করেন।

ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহ-সভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ