আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৫৪

সাতক্ষীরা সীমান্তে কয়েক লাখ গলদা চিংড়ির পোনাসহ গ্রেপ্তার ৩

ভারত থেকে চোরাইপথে আসা বিপুল গলদা চিংড়ির পোনাসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ। আজ রোববার সকালে কালিগঞ্জের রতনপুর সীমান্ত এলাকা থেকে ৫২টি পলিব্যাগে ভর্তি কয়েক লাখ পোনা জব্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আদর আলী, মিল্টন মন্ডল ও রবিউল ইসলাম।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোরে রতনপুর এলাকায় গিয়ে সদ্য কাকশিয়ালী নদী পার করে আনা ৫২টি পলিব্যাগে ভর্তি ভারতীয় গলদা রেনুপোনা আটক করে। সীমান্তের ওপার থেকে নদীপথে এই গলদা বাংলাদেশে নিয়ে আসা হয়। এর দাম আনুমানিক ১০ লাখ টাকা।

ওসি আরও জানান, গলদা চোরাচালানের ব্যাপারে আটককৃতদের কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে আরও তথ্য দেওয়া যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত