আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫২

সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতায় ঘটনায় বিএনপি নেতা বহিস্কার।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক আমির হামজার ২৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মূল নেতৃত্বদানকারী স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিককে দল থেকে বহিষ্কার করেছে পৌর স্বেচ্ছাসেবক দল। তবে ঘটনার ৩দিন পার হলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইয়ে নেতৃত্বদানকারী রফিকুজ্জামান রফিক গ্রেফতার না হওয়ায় রোববার দুপুরে ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে স্থল বন্দরের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনসহ ৮ সংগঠনের যৌথসভা করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক ও মেসার্স মা ট্রেডাসের সত্ত্বাধিকারী আমির হামজার টাকা ছিনতাই এর ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা,টাকা উদ্ধার ও ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারিসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য ভোমরা  বন্দর ব্যবহারকারী ৮ সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার এবং টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এদিকে ব্যবসায়ীর ২৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিককে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম শনিবার যৌথ সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, পুলিশের ৫টি বিশেষ ইউনিট আসামিদের গ্রেফতারে কাজ করছে। আশা করি দ্রত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধার করা সম্ভব হবে।

প্রসঙ্গত. ভোমরা স্থল বন্দরে মেসার্স মা ট্রেডার্সের সত্ত্বাধিকারী আমির হামজা জানান, তার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্যাহ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫শ’ টাকা তুলে মোটরসাইকেলযোগে ভোমরায় যাচ্ছিলেন। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল এবং ওবায়দুল্যাহ টাকার ব্যাগ নিয়ে তার পিছনে বসে ছিল। একপর্যায় বিকেলে সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে বালির গাদার কাছে পৌঁছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে মোটরসাইকেলে আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ছিনতাইকারী মেহেদী হাসান মুন্নাকে আটক করে। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত