আজ - বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:২৭

সাতক্ষীরার কুখরালীতে জমি দখলে ব্যর্থ পিতা-পুত্রকে কুপিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কুখরালীতে জমি দখলে ব্যর্থ হয়ে পিতা – পুত্রকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

রবিবার ( ২৫ জুলাই ) সকাল ৮টায় সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় , কুখরালী আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম তারনিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিবেশি আলতাবুল, তার স্ত্রী মইফুল ও আলতাবুলের ভাই সাবুর আলী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়েআব্দুল হাকিমের উপর হামলা চালায় । এতে আব্দুল হাকিমের ডান চোখ মারাত্মক জখম হয়। এসময় আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল তার বাবাকে রক্ষা করতে গেলে তাকেও কিল ঘুষি লাথি মেরে জখম করা হয়। পরে স্থানীয়রা প্রতিপক্ষের আঘাতে আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুল হাকিমের ছেলে শহীদুজামান শিমুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত