আজ - বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:০৯

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ মারা গেছেন

যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ (৭১) মারা গেছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের ছোটভাই শামীম আহমেদ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যু সংবাদ শুনে নিহতের বাসভবন যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিকসহ সাধারণ মানুষ উপস্থিত হন।

শামীম আহমেদ রনি জানান, তার তিন ছেলে ও এক মেয়ে। ইতোমধ্যে সকলকে তার মৃত্যুর বিষয়টি সবাইকে জানানো হয়েছে। স্বজনরা আসার পরেই তার নামাজে জানাজা ও দাফনের বিষয়টি জানানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত