আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৩৫

সাড়ে ১২ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির

ঢাকা অফিস : আগামী ১৩ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের অংক সোয়া ৫ লাখ কোটি টাকা হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।তবে এর দ্বিগুণের চেয়ে বেশি বাজেটের কথা জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সংস্থাটির পক্ষ থেকে ২০১৯-২০ অর্থবছরের জন্য ১২ লাখ ৪০ হাজার ৯০ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করা হয়েছে।শনিবার রাজধানীর সিরডাপে আয়োজন করা হয় বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বির্নিমাণে অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ অনুষ্ঠান।এসময় সংস্থটির সভাপতি আবুল বারাকাত বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন।অর্থনীতি সমিতি তাদের প্রস্তাবিত বিশাল বাজেটে রাজস্ব আয় ধরেছে ১০ লাখ ২ হাজার ৫১০ কোটি টাকা। এর মধ্যে ৬৯ শতাংশ প্রত্যক্ষ কর ও ৩১ শতাংশ পরোক্ষ কর। মোট বাজেট বরাদ্দের প্রায় ৮১ শতাংশের জোগান আসবে রাজস্ব আদায় থেকে।আবুল বারাকাত এসময় বলেন, দেশের অর্থনীতির ধারা বজায় রাখতে সুশাসনের বিকল্প নেই। দেশের আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুর অর্থনীতির চেতনায় বাজেট  পেশ করার কথা জানান তিনি।তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনীতির মানদণ্ডে বাংলাদেশ অনেক দেশের থেকে ভালো অবস্থানে আছে।সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

আরো সংবাদ