আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:২১

সা‌ড়ে ১০ ঘণ্টা পর ২ রু‌টে ফে‌রি চলাচল শুরু

ঘন কুয়াশার কার‌ণে দীর্ঘ প্রায় সা‌ড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের ২১ জেলার প্রবেশদ্বার হিসে‌বে প‌রি‌চিত দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌ট দি‌য়ে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। একইসঙ্গে ফেরি চলাচল শুরু হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার রুটেও।
সোমবার সকাল ১০টা ও সাড়ে ১০টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব ক‌মে গে‌লে পুনরায় রু‌ট দুটিতে ফে‌রি চলাচল শুরু হয়।এর আগে ঘন কুয়াশার কার‌ণে রোববার দিবাগত রাত সা‌ড়ে ১১টা থে‌কে নৌ-দুর্ঘটনা এড়া‌তে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তের সড়‌কে নদী পা‌রের অপেক্ষায় সি‌রিয়া‌লে আটকা পড়ে‌ অ্যাম্বু‌লেন্স, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ ক‌য়েকশ যানবাহন। এছাড়া সি‌রিয়াল আট‌কে ও শী‌তে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ন যাত্রীরা।

একই ভোগান্তি শিমুলিয়া-বাংলাবাজার রুটেও। প্রায় ৫০০ যানবাহন সিরিয়ালে আটকে যায় ঘাট প্রান্তে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইড‌ব্লিউটিা‌সি) দৌলত‌দিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বা‌ণিজ্য) মাহবুব হো‌সেন জানান, রোববার সন্ধ্যার পর থে‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থা‌কে। রাত সাড়ে ১১টার দি‌কে কুয়াশার ঘনত্বের কার‌ণে নদীপথ অস্পষ্ট হ‌য়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব ক‌মে আসায় সোমবার সকাল ১০টার দি‌কে পুনরায় ফেরি চলাচল শুরু হ‌য়।

বিআইড‌ব্লিউটিা‌সি শিমুলিয়া ঘাট সহকারী পরিচালক আব্দুর নূর তুষার বলেন, প্রায় ১১ ঘণ্টা পর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রায় ৫০০ যানবাহন আটকে গিয়েছিল ঘাট প্রান্তে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত