আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৪

সিলেট জাফলংয়ে পর্যটকদের উপর হামলা

সিলেটের জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের উপর হামলা চালিয়ে মারধর করেছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় হয় প্রশাসনে। হামলার সাথে জড়িত ৫ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় জনসাধারণ ও পর্যটকরা জানান, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে যান। এসময় জাফলং টুরিস্ট স্পটে প্রবেশের সময় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় সেখানকার নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সাথে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানিয়েছেন, হামলাকারী দুই স্বেচ্ছাসেবকসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস, ইসলামপুর গ্রামের মো. সেলিম আহমেদ, নয়াবস্তি এলাকার সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামের জয়নাল আবেদীন।

তিনি আরো জানান, মূল হামলাকারী দুই স্বেচ্ছাসেবককে এরই মধ্যে বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। একইসাথে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হামলার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়ায় পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে জাফলং পর্যটন এলাকায়। পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ারও আহবান জানিয়েছেন পুলিশ সুপার।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে লম্বা ছুটিতে এবার বিপুল সংখ্যক পর্যটক বেড়াতে এসেছেন সিলেটে। এরমধ্যে অধিকাংশের গন্তব্য প্রকৃতিকন্যা খ্যাত জাফলং।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত