আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৪৩

সিলেটে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত এক নারীর মৃত্যু।

স্টাফ রিপোর্টার।। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে মারা যান তিনি।

জানা যায়, ষাটোর্ধ্ব ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। আসার পর থেকেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। রাত ৩টায় মারা যান তিনি। আজ আইইডিসিআর-এর পক্ষ থেকে তার রক্তের নমুনা সংগ্রহের কথা ছিল।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কভিড চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে। বর্তমানে এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

কভিড-নাইন্টিনে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন শনাক্ত হয়েছেন।এদের মধ্য দুজন মারা গেছে বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত