জুয়েল হাওলাদার ।। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুজলপুর গ্রামের উত্তর পারায় ৩য় বারের মত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।
আজ রবিবার সকাল ১০.৩০ মিনিটে সুজলপুরের চার নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ায় ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা মেছের আলী, আরাবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগনেতা বাবলু, মফিজুর রহমান, সুমন হোসেন, রিপন গাজী মহিলা আওয়ামীলীগের নেত্রী সুমি, আসমা আক্তার, ছাত্রলীগের আশরাফুল ইসলাম আশা, মোঃ জুয়েল হাওলাদার ও ধর্মতলা ইজিবাইক মালিক চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাদশা প্রমুখ।
যতদিন এই মহামারী থাকবে তত দিন শেখ হাসিনার পক্ষ থেকে এই ত্রান-সাহায্য অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান শাহারুল ইসলাম।