আজ - মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:২৬

সেই যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে

যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়া যুবলীগ নেতা মাজহারুল ইসলামের বিরুদ্ধে এবার আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি যশোরের ওসি রূপক কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন, যুবলীগ নেতা মাজহারুলের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন আদালত। মুঠোফোনের কথোপকথনের তালিকা চেয়ে তদন্তকারী কর্মকর্তা মোকাররম পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। সেটি পাওয়ার পর তদন্ত শুরু হবে।

ভাইরাল হওয়া সেই কলরেকর্ড শুনুন :  https://fb.watch/ceo8dXg4jH/

বিদ্যালয়ের শিক্ষককে যুবলীগ নেতা মাজহারুল ইসলামের হত্যার হুমকি ও গালাগালির ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুবলীগ। এ বিষয়ে আজই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার সাংবাদিকদের বলেন, ‘যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণ কেন করলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। আজই তাঁকে নোটিশ পাঠানো হবে।’

গত ৩১ ডিসেম্বর যশোর কোতয়ালি মডেল থানায় ভুক্তভোগী প্রধান শিক্ষকের করা জিডিতে তিনি উল্লেখ করেছেন, যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগের কমিটির অগোচরে যুবলীগনেতা মাজহার ও তার সহযোগীরা এডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করেন। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা ওই কমিটির বিরুদ্ধে অনাস্থা আনাসহ একজন অভিভাবক হাইকোর্টে মামলা করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। গত ২৪ মার্চ দুপুরে মাজহার প্রধান শিক্ষককে ফোন দিয়ে কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। তাকে কমিটির বিষয়ে মামলা চলমান রয়েছে জানালে গালিগালাজসহ জীবননাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই  জিডিতে নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরো সংবাদ