আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৫৮

সেই শিশু দুটির পরিচয় মিলেছে- নিয়ে গেছে বাবা মা।

স্টাফ রিপোর্টার।। খোঁজ মিলেছে সেই শিশু দুটির বাবা-মায়ের। থানায় এসে তারা দুই সন্তানকে নিয়েও গেছেন।
শিশু দুটির বাবা-মা তারা শহরের খড়কি এলাকার বুলু মিয়া ও আছিয়া বেগম। বুলু মিয়া ভাটাশ্রমিক, তার স্ত্রী আছিয়া মেসের রাধুনি। আর শিশু দুটির নাম নুর জামান (৫) ও নুর আলী (৩)।


কোতয়ালী থানার এসআই নুর ইসলাম নুর বলেন, ‘শিশু দুটি থানায় পুলিশ হেফাজতে আসার পরে ওসি স্যার আমাকে দায়িত্ব দেন তাদের পরিবারকে খুঁজে বের করার। বিকেলে আমি ছেলে দুটির ছবি মোবাইলের ক্যামেরায় তুলে নিয়ে কালেক্টরেট বিল্ডিং ও পৌরপার্কে গিয়ে বিভিন্ন লোকজনকে দেখাই। এক পর্যায়ে তাদের মা-বাবার সন্ধান পেয়ে মোবইল ফোনে যোগাযোগ করি। শিশুদের বাবা মা থানায় এসে তাদের নিয়ে যায়।’


এসআই নুর শিশুদের মা আছিয়া বেগমের উদ্ধৃতি দিয়ে বলেন, মা আছিয়া কারবালা ওয়াপদা গ্যারেজ এলাকার একটি মেসে রাধুনির কাজ করছিলেন। ছেলে দুটি সঙ্গেই ছিল। কখন তারা চোখের আড়াল হয়েছে ওই নারী তা টের পাননি। পরে পুলিশের ফোন পেয়ে থানায় আসেন তারা।


এর আগে দুপুরে ডা. আবদুর রাজ্জাক কলেজের কাছে শিশু দুটিকে কাঁদতে দেখে দোকানী আব্দুর রহমান পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে শিশু দুটিকে থানায় নিয়ে যায়। এই ব্যাপারে খানজাহান আলী 24/7 নিউজ একটি সংবাদও প্রকাশ করে।

আরো সংবাদ