আজ - বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:২৪

সেতারা ও মিলির হাঁস-কলস প্রতীকের গণসংযোগ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক॥ যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কলস প্রতীকের প্রার্থী জ্যোৎস্না আরা মিলি ও হাঁস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সেতারা খাতুনের গণসংযোগ অব্যাহত রয়েছে। শনিবার দিনব্যাপী দুই প্রার্থীই ভোটারদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন। এসময় তারা নির্বাচনে বিজয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকার এবং উপজেলা পরিষদের সকল সেবা জনগণের মাঝে পৌছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

কলস প্রতীকের প্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি শনিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন।এছাড়া এদিন যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন। এদিন কলস প্রতীকের লিফলেট নিয়ে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন, যশোর শহরের শংকরপুর এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে আগামী ১০ ডিসেম্বর কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ ও কর্মী সমার্থকদের উদ্যোগে কর্মী সমাবেশ উপস্থিত হন। কর্মী সমাবেশে কলস প্রতীকের প্রার্থী জ্যোৎনা আরা মিলি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে বলেন, নির্বাচিত হলে সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সদর উপজেলা পরিষদে সেবার মান উন্নয়ন ও মডেলে পরিণত করতে কাজ করবো। এছাড়া দিনব্যাপী গণসংযোগ ও কর্মীসমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগনেতা বানু খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, শিউলি মির্জা, সদস্য রুবিনা আক্তার, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শেখ সাদিয়া মৌরিন, ৬ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের পপি খাতুন, ছাত্রলীগ নেতা আনিশা রহমানসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে, একই দিন বিকালে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে কর্মী সমাবেশ করেন হাঁস প্রতীকের প্রার্থী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন। এসময় ভোটারদের মাঝে হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা যুব মহিলা লীগে সভাপতি মঞ্জুন্নাহার সোনালীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো সংবাদ