আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৪

সোহাগ হত্যা মামলায়,ফন্টু চাকলাদারের জামিন না মঞ্জুর

যশোরে যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় তৌহিদ চাকলাদার ফন্টু আদালতে আত্মসমার্পণ করেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ফন্টু চাকলাদার হত্যা মামলাটির চার্জশিটভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ইদ্রিস আলী।

মামলার সূত্রমতে, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে এতোদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ