আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:০৭

স্ত্রী নয় বান্ধবী, অপেক্ষা করেন দাওয়াত পাবেন!

ঢাকা: বিয়ের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন জানিয়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘনিষ্ট ছবির মেয়েটি তার বান্ধবী।

বুধবার (১৫ মে) রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শোভন।

ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, কেউ ছাত্রলীগ করলে তার বান্ধবী থাকতে পারবে না এমন তো কথা নেই। আপনারা জানেন ছাত্রলীগের সম্মেলন হওয়ার পর থেকেই আমার সম্পর্কে এ ধরনের একটি বিতর্ক তৈরি করা হয়েছিল। সে আমার বান্ধবী।

এ সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, অপেক্ষা করেন, দাওয়াত পাবেন।

আরো সংবাদ