আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৫৬

স্ত্রী সহ ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেস্টা।

কুড়িগ্রামের রাজারহাটে নাজিম খান ইউনিয়ন পরিষদ সদস্য মাইদুল ইসলাম এবং তার স্ত্রী জবা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক কারবারি নিজাম খানের বিরুদ্ধে। পরে তাদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২ মার্চ) বিকেলে ইউপি সদস্য মাইদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে যৌথ বাহিনী নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের মন্ডলপাড়া এলাকায় বেশ কয়েকজন মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এর মধ্যে ইয়াবা কারবারি নিজাম উদ্দিনের বাড়িতেও অভিযান করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিজাম সটকে পড়ে। এ সময় যৌথ বাহিনীর অভিযানে ৯২১ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে। আটকরা হলেন- বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া (৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)। পরে রোববার বিকেলে ইউপি সদস্য মাইদুল ইসলাম এবং তার স্ত্রী জবা বেগমকে পুলিশের সোর্স ভেবে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে নিজাম উদ্দিন। তাদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে গেলে ইয়াবা কারবারি নিজাম পালিয়ে যান। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মাদক কারবারি নিজামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার ভাই একজন পুলিশ কর্মকর্তা হওয়ায় সেই প্রভাব দেখিয়ে এলাকায় মাদকের সয়লাব ঘটিয়েছেন তিনি।
রাজারহাট থানার ওসি (তদন্ত) তছলিম উদ্দিন বলেন, রাজারহাটে দুজনকে কুপিয়ে আহত করার ঘটনা শুনেছি। তবে এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত