আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২২

স্থগিত নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় আজ থেকেই ভোটের মাঠে নামছেন নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার।

মোঃ জুয়েল হাওলাদার : আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বে স্থগিত হওয়া যশোর-৬ ( কেশবপুর) আসনের উপনির্বাচন। শনিবার নির্বাচন কমিশন থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এ আসনে প্রধান তিন রাজনৈতিক দলের তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন চাকলাদার, ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির প্রার্থী আহসান হাবিব।

এদিকে, আজ থেকেই ভোটের মাঠে নামছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার। যদিও প্রতিনিয়ত নির্বাচনী এলাকার জনগণের সাথে তার যোগাযোগ রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি করে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত