আজ - শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৯:২৮

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল গায়েব: ৬ কর্মচারীকে সিআইডির জিজ্ঞাসাবাদ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে কেনাকাটার ১৭টি নথিসহ একটি ফাইল গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের ৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঘটনা তদন্তে রোববার সিআইডির একটি দল স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে কেনাকাটার ১৭টি নথিসহ একটি ফাইল গায়েব হয়ে গেছে উল্লেখ করে গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ ঘটনা তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনু বিভাগ) মো. শাহ আলম এ কমিটির প্রধান। কমিটির অন্য দুই সদস্য হলেন- চিকিৎসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আহসান কবীর ও উপসচিব আব্দুল কাদের। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরো সংবাদ