আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪৪

স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ ভোটে নৌকা বিজয়ী করতে হবে : শাহীন চাকলাদার।

মুনতাসির মামুন।।  যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আগামী ১৪ জুলাই উপ-নির্বাচন হচ্ছে উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখার নির্বাচন। কেশবপুরে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। অতীতে কে কি করেছে, সেটা নিয়ে বসে থাকলে চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে। সবাইকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ ভোটে আমাদের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ের মাধ্যমে কেশবপুর উপজেলার উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে হবে।

রবিবার  সন্ধ্যায় পৌরসভার কনফারেন্স রুমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মনিমোহন রায়, সাধারণ সম্পাদক কবির হোসেন, আমিন উদ্দীন দফাদার, শেখর দাস প্রমুখ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত