আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩৫

সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তিকে যশোর হাসপাতালে নিয়ে আসার পরপরই মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ইমন আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯মে) সকাল ৯টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পরপরই তার মৃত্যু হয়। ইমন কালীগঞ্জের দিগহাটি গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ইমন মোটরসাইকেল নিয়ে বের হলে একই উপজেলার ইসের বাগ নামক স্থানে বিপরীতমুখী একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমন গুরুতর আহত হলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে সার্জারী ওয়ার্ডে ১০মিনিট মতো সময় চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। ইমনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ