নিজস্ব প্রতিবেদক।। যশোরে চিহ্নিত সন্ত্রাসী লিটন ওরফে হাঁস লিটনকে আটকের গুঞ্জন উঠেছে। তিনি শহরতলীর বিরামপুরের জলিল ড্রাইভারের ছেলে।
শুক্রবার তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ তাকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করে বলে সংবাদ ছড়ালেও পুলিশ তার স্বীকার করেনি।
বিরামপুর এলাকার একটি সূত্র বলছে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই আবির উদ্দীন শুক্রবার সন্ধ্যার দিকে বিরামপুর কালীতলা এলাকা থেকে হাঁস লিটনকে আটক করেন। ওই সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
যোগাযোগ করা হলে ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো সংবাদ নেই। আমার কোনো পুলিশ লিটন নামে কাউকে আটক করেনি।’
কথা হয় এএসআই আবির উদ্দীনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ক্যাম্পে আছি। ইয়াবাসহ কাউকে আটক করিনি।’
একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে হাঁস লিটনের পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরকসহ ডজনখানেক মামলা আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।