আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০৪

হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা, নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা-রাজাবিরাট সড়কের একঢালা বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ফলকে ধাক্কা দিলে প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কোপা গ্রামের শাহজাহান আলীর ছেলে আবদুল্লাহ (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, তিনজন একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। রাস্তা ফাঁকা পেয়ে চালক দুই হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের ফলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যায়।

আরো সংবাদ