আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১২

হাসানপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওজিয়ার রহমানের গণসংযোগ 

এস আর সাঈদ, কেশবপুর  (যশোর) থেকে ॥ আগামী যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোয়নের জন্য দোয়া চেয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা ওজিয়ার রহমান। শনিবার দুপুরে হাসানপুর ইউনিয়নের ৩ নং আওয়ালগাতী ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত সকলের নিকট  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোয়নের জন্য দোয়া চেয়ে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেছেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা ওজিয়ার রহমান। ৩ নং আওয়ালগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় ও অধ্যক্ষ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের সমাবেশে আরো বক্তব্য রাখেন অপর চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগনেতা শাহিদুজ্জামান শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তৈবুর রহমান, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মুহিন রেজা, ৩ নং আওয়ালগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর আলী, ৩ নং আওয়ালগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সকিনা খাতুন, সাধারণ সম্পাদক শিউলি খাতুন প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত