আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৫৬

হেফাজত নেতা আজিজুল হক গ্রেপ্তার

নিখোঁজ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।  গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন।  তিনি বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আজ সকালে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সন্ধান দাবি করে বিবৃতি দিয়েছিল হেফাজতে ইসলাম।
ওদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও-পরবর্তী ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের এই চার নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার জুরাইন রেলগেট থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জের র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ইকবাল হোসেন (৫০), উপজেলা হেফাজতে ইসলামের আমির মহিউদ্দিন খান (৫৩), উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মো. শাহাজাহান ওরফে শিবলী (৪৩) ও উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মো. মোয়াজ্জেম (৪৯)।।

আরো সংবাদ