আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:১৯

হেরে গেলেন শ্রাবন্তী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস থেকে টালিগঞ্জের এক ঝাঁক তারকা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ তালিকায় ছিলেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তীও।

রোববার চূড়ান্ত ফলাফলে শেষ পর্যন্ত ভোটের মাঠে জয়ী হতে পারলেন না তিনি। শ্রাবন্তী বিজেপির হয়ে বেহালা পশ্চিম বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন। জনসমর্থন পাওয়ার জন্য পর্দার এই নায়িকা পরিশ্রমের কোনো কমতি রাখেননি। 

আনন্দবাজার পত্রিকা বলছে, নির্বাচনের কারণে ছবির কাজেও মন দিতে পারেননি তিনি। 

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক। এছাড়া  তৃণমূলের টিকিটে প্রথম বারের মতো নির্বাচন করেই বাজিমাত করলেন জুন মালিয়া; মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

আরো সংবাদ