আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:১১

১০ম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রস্তাব শিক্ষককে অবরুদ্ধ

 

জয়পুরহাটে আক্কেলপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রস্তাব’ দেওয়ায় এক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেছে এলাকাবাসী।

বুধবার (১ ফ্রেব্রুয়ারী ) আক্কেলপুর উপজেলার রাইকালি উচ্চ বিদ্যলয় চলাকালীন এমন ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় যে , রায়কালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম মানিক বিদ্যালয় চলাকালীন ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে কৌশলে গোপনে কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে জানায়।

পরে ওই ছাত্রী ও তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি মৌখিকভাবে জানায়। ঘটনাটি প্রায় ছয়দিন অতিবাহিত হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে এবং ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে জড়ো হতে শুরু করে ওই শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে।

এলাকার জনগণ ও অভিভাবকরা ওই শিক্ষককে বিদ্যলয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, সহকারী কমিশনার ভূমি মো. ফিরোজ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে থানা পুলিশের সহায়তায় ওই শিক্ষককে বিদ্যালয়ে হাজির করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে ওই শিক্ষককে উপজেলা পরিষদে নিয়ে আসতে গেলে উত্তেজিত শিক্ষার্থী ও অভিভাবকরা পথরোধ করে এবং কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান ফটকে শুয়ে পরে। পরে সকলের সম্মতিক্রমে অভিযুক্ত ওই শিক্ষককে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি এবং অভিযোগটি খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন ইউএনও।

এ বিষয়ে প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে জানতে চাইলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী দশম শ্রেণির ওই শিক্ষার্থী বলেন, গত ১ মাস থেকে আমাকে ওই শিক্ষক নানাভাবে অন্য রকম কথা বলার চেষ্টা করতো। আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকতো। ওই স্যার আমাকে বলেন, তোমাকে ফোন দিতে বলেছিলাম, ফোন দাওনি কেন? পরে ক্লাস চলাকালীন আমাকে গোপনে ডেকে নিয়ে বলে, একটা কথা বলতে চাই তুমি কথাটা কিভাবে নিবে বুঝতে পারছি না। তোমাকে আমার খুব ভাল লাগে, তোমার সকল দায়িত্ব নিতে চাই, তোমার ভবিষ্যৎতের তৈরি আমি করে দিব।

এই বিষয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম মানিক এর মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ঘটনাটি সঠিকভাবে খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই শিক্ষককে শ্রেণি এবং বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত