আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৫

১২ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক ৫ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আল আমিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ আদেশ দেন।এর আগে, তাকে আদালতে হাজির করে পর্নোগ্রাফি অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দশদিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শিক্ষক আল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরো একটি মামলা করেছেন এক অভিভাবক। গেল চার জুলাই ছাত্রী ধর্ষণের অভিযোগে বায়তুল হুদা ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক আল আমিনকে আটক করে র‌্যাব।

খানজাহান আলী 24/7 নিউজ / রিয়াদ হাসান।

আরো সংবাদ