আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:০৫

২২ বছর পর অস্ত্র মামলার আসামি গ্রেফতার করেছে র‍্যাব ১৫

 

কক্সবাজার, সদর থানাধীন ছনখোলা এলাকা থেকে দীর্ঘ ২২ বছর ধরে আত্মগোপনে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

০৪/১০/২০২২ তারিখ আনুমানিক ০১:৩০ ঘটিকায় র‌্যাব-১৫, এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ছনখোলায় এলাকায় অভিযান পরিচালনা করে একজন অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সলিমুল্লাহ (৫০), পিতা- আব্দুল মজিদ, সাং-দক্ষিণ পাহাড়তলী, থানা-সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী সলিমুল্লাহ, ১৯৯৯ সালের উক্ত অস্ত্র মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং তারপর থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর ধরে ভুয়া পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী সলিমুল্লাহ এর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার জেলার সদর মডেল থানার মামলা নং-১৩(০৮)৯৯, জিআর নং-২৪৯/৯৯, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(A)(F) ধারা মোতাবেক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ