আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৫৭

৩ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল সহ গ্রেফতার-২

পাঁচবিবি উপজেলায় ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

সোমবার রাতে র‌্যাবের অভিযানের অংশ হিসাবে উপজেলার কালির বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দি এলাকার আবু তাহেরের ছেলে মামুনূর রশিদ মামুন ৩৫) ও কলন্দপুর এলাকার লুৎফর ছেলে মাহফুজার রহমান নয়ন ২৭)।

আজ সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান,র‌্যাবের মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করার সময় উপজেলার কালির বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাঁজা সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক জানান,তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ