বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এই নির্দেশ দেন।
এর আগে মিন্নিকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। মঙ্গলবার পুলিশ লাইনে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
গেলো ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ নয়ন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন।